৩১ দফা বাস্তবায়নে পাঁচবিবিতে বিএনপি নেতা ফয়সল আলীমের লিফলেট বিতরণ ও পথসভা

৩১ দফা বাস্তবায়নে পাঁচবিবিতে বিএনপি নেতা ফয়সল আলীমের লিফলেট বিতরণ ও পথসভা

নিজস্ব প্রতিবেদক


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জয়পুরহাটের পাঁচবিবিতে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলীম। রবিবার বিকেলে পাঁচবিবি রেলস্টেশন এলাকা থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের হয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা ও সোনাপুর মোড়ে লিফলেট বিতরণ ও পথসভা করেন।

এসময় ফয়সল আলীম বলেন, আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন মহল নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলন ছিল ক্ষমতাসীনদের দমন নিপিড়নের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন বিগত ১৬ বছর ধরে আওয়ামীলীগ জালেমদের বিরুদ্ধে আন্দোলন। আর সেই জালেমদের যারা মাফ করার কথা বলে তারা মুনাফেক ও বেঈমান।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে সুন্দর ও সুখী সমৃদ্ধশালী দেশ গঠন ও রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ঘোষনা করেছেন।  এই ৩১ দফা জনগণের আকাঙ্খা।  তাই এটি বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের ভোট দেওয়ার আহবান জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme