নিউজ ডেস্ক:
বাংলাদেশকে ২০২৬ সাল পর্যন্ত ৯ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক। আগামী বছর থেকে প্রতি বছর তিন বিলিয়ন ডলার করে পরবর্তী তিন বছরে এই সহায়তা দেয়া হবে।
বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান সংস্থার কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।
তিনি বলেন, আগামী বছর বাংলাদেশকে তিন বিলিয়ন ডলারের সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে এডিবির। পরবর্তী তিন বছর প্রতি বছর তিন বিলিয়ন ডলার করে এ সহযোগিতা দেয়া হবে। এটাই বাংলাদেশকে ঘিরে এডিবির পরিকল্পনা।
Leave a Reply