আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ ২৬ মে (সোমবার) বিক্রি করা হচ্ছে আগামী ৫ জুনের ট্রেনের টিকিট। দিনটি ঈদের ২ দিন আগে হওয়ায় টিকিট প্রত্যাশীদের চাপ ছিল আগের দিনগুলোর চেয়ে সবচেয়ে বেশি।
আজ সকাল ৮টায় বিক্রি শুরু হয় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট। সকাল সাড়ে ৮টা পর্যন্ত টিকিট প্রত্যাশীরা ২ কোটি ৯৭ লাখ বার টিকিট বিক্রির ওয়েবসাইট ও অ্যাপে হিট করেছেন।
অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হয় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট। দুপুর আড়াইটা পর্যন্ত টিকিট প্রত্যাশীরা এক কোটি ৯৯ লাখ বার টিকিট বিক্রির ওয়েবসাইট ও অ্যাপে হিট করেছেন।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী দেখা গেছে, ৫ জুনের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ৯২৪টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনের মোট আসন সংখ্যা ১৭ হাজার ৩৪৮টি এবং পূর্বাঞ্চলের ২৪টি ট্রেনের মোট আসন সংখ্যা ১৬ হাজার ৫৭৬টি। এবং সারা দেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৮৫ হাজার ৮০৩টি।
আরও জানা গেছে, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা থেকে দুই অঞ্চলের ৩১ হাজার ৯৩১টি আসনের টিকিট এবং সারা বাংলাদেশে ৬৫ হাজার ১৫০টি আসনের টিকিট বিক্রি হয়েছে।
Leave a Reply