শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি‑রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকেই বন্দর দিয়ে আমদানি‑রপ্তানি কার্যক্রম চালু হয়। দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম যদিও এই আটদিনও স্বাভাবিক ছিল।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত টানা আটদিন হিলি স্থলবন্দরের সব ধরনের আমদানি‑রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, স্থলবন্দরে পণ্য আমদানি‑রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।
বন্দর কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহনকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
Leave a Reply