দিলীপ সিং, জয়পুরহাট
জয়পুরহাটে ১৬৯তম মহান সিধু কানু দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মুজিবুর রহমান স্মৃতি ঢালী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ আদিবাসী সংঘ জেলা শাখার সভাপতি কার্ত্তিক চন্দ্র সিংয়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, সদর উপজেলা চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা ভাষা সংস্কৃতি ও ভূমি রক্ষা কমিটির প্রধান উপদেষ্টা নন্দলাল পার্শী, আদিবাসী সমন্বয়ক ও আহবায়ক রতন সিং, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, বাংলাদেশ আদিবাসী সংঘ, জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র পাহান, সদর উপজেলা কমিটির সভাপতি সুবাস উড়াও, আদিবাসী নেতা হরিপাল পাহান, কার্তিক পাহান।
আরো উপস্থিত ছিলেন রাজকুমার সিং, রাজিব সিং, দিবাকর মাহাতো, সুভাষ সিং, আনজু মাহাতো, চন্দনা কর্মকার , শিতলী উড়াও, অজিত সরদার, রানা কুমার মন্ডল, মিজানুর রহমান ও বিনয় উড়াও প্রমূখ।
Leave a Reply