অনলাইন ডেস্ক:
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-১০ মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল।
এ দিন কারাগারে থাকা দুই আসামি সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধার পক্ষে তাদের আইনজীবী এহসানুল হক সমাজ আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর অবশিষ্ট যুক্তিতর্ক জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ২ আগস্ট দুদকের পক্ষে কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। সেদিন তিনি আসামিদের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দাবি করেন।
Leave a Reply