জয়পুরহাটে ভিটামিন-এ খাবে ১ লাখ ৪১ হাজার ৯৬৭ শিশু

জয়পুরহাটে ভিটামিন-এ খাবে ১ লাখ ৪১ হাজার ৯৬৭ শিশু

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট


আগামী ১ জুন জয়পুরহাটে ১ লাখ ৪১ হাজার ৯৬৭ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার দুপুরে নিজ সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ রুহুল আমীন।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জোবায়ের আল ফয়সাল ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতি রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, জেলার ৩২ টি ইউনিয়নে ২৪টি করে মোট ৭৬৮ টি, প্রতি উপজেলায় অতিরিক্ত ১ টি করে মোট ৫ টি, পৌর এলাকার ৫২ টিসহ সর্বমোট ৮২৫ টি কেন্দ্রে ১লাখ ৪১ হাজার ৯৬৭ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩১৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৯ হাজার ৬৫২ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme