সেলিম হোসেন, জয়পুরহাট
জয়পুরহাট সদর উপজেলার গোপালপুর এলাকা থেকে ৮ হাজার ২৭৯ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪২) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানের সময় আল মাহমুদ নামে একজন পালিয়ে যান।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
র্যাব জানান, পলাতক আসামী আল মাহমুদ একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচার করে গ্রেপ্তারকৃত জাহাঙ্গীরের মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় গোপালপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় জাহাঙ্গীরকে আটক করা হলেও আল মাহমুদ কৌশলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা হয় ৮ হাজার ২৭৯ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply