বিনোদন ডেস্ক:
বাংলাদেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান ও কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা জুটি বেঁধে ‘ছায়াবাজ’ নামের সিনেমার শুটিং করছেন। সিনেমাটির শুটিং শেষ না হতেই নতুন সিনেমায় নাম লেখালেন এই জুটি। ‘টাইগার’ নামের এই সিনেমাটি পরিচালনা করবেন রোমান।
বৃহস্পতিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন জায়েদ-সায়ন্তিকা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জায়েদ খান।
জায়েদ খান বলেন, ছায়াবাজ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরলাম। বিমানবন্দরে বসেই নতুন সিনেমা ‘টাইগার’ এ চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প অসাধারণ। ডিসেম্বরের ৫ তারিখ এর দৃশ্যধারণ শুরু হবে। আশা করছি ভালো কিছু হবে।
Leave a Reply