জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার হিসেবে ৮০ জন নারী ফ্রিল্যান্সিং প্রশিক্ষনার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে হার পাওয়ার প্রকল্পের আওতায় সদর উপজেলা মুজিবুর রহমান স্মৃতি ঢালী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, প্রকল্প পরিচালক মশিউর রহমান, প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল আলম ও প্রশিক্ষক জাকারিয়া আল হাদি।
বক্তরা বলেন, বর্তমান নারীরা আর পিছিয়ে নেই। সরকার থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন নিয়ে তারা এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের ল্যাপটপ দেওয়া হলো। এ থেকে তারা নিজেরাই আয় করতে পারবে।
Leave a Reply