কালাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি

কালাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি

টিআইটি লায়নর, স্টাফ রিপোর্টার


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে দ্বিতীয় দিনে অবস্থান কর্মসূচি পালন করেছে জয়পুরহাটের কালাই থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠন।

বৃহস্পতিবার সকাল থেকে কালাই বাসস্ট্যান্ড চত্বরে কালাই থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়। এসময় কালাই বাসস্ট্যান্ড চত্বরে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকেন উপজেলার নেতাকর্মীরা। বিকেল পর্যন্ত কর্মসূচিতে অংশ নেন প্রায় ৫ হাজার নেতাকর্মীরা। সেখানে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে বাসস্ট্যান্ড চত্বরে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক মো.ওবায়দুর রহমান চন্দন। এই কর্মসূচিতে কালাই পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আ. আলিম এর সঞ্চালনায় কালাই থানার বিএনপি’র আহবায়ক ইব্রাহীম হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন কালাই থানার বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.মৌদুদ আলম, কালাই পৌর বিএনপি’র আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও কালাই থানা যুবদলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহম্মেদ তাজ, জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম তালুকদার রাসেল, কালাই থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. তোতা, যুগ্ম-আহবায়ক মো.শাহীন, কালাই পৌর আহবায়ক হেলাল উদ্দিন মন্ডল ও সদস্য সচিব আয়নাল হক, কালাই থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল কাফি, সিনিয়র যুগ্ম-আহবায়ক রনি, কালাই পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তাদুল হক ও মহিলা দলের নেত্রী আরজিলা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উক্ত কর্মসূচিতে কালাই থানা ও কালাই পৌর বিএনপি, কালাই থানা জিয়া পরিষদ, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচির অনুষ্টানে অংশগ্রহন করে।

এসময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে যারা দেখামাত্র মানুষ হত্যা করেছে, সেসব পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে খুব দ্রæত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের উপযুক্ত শাস্তির দাবী জানান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme