আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয় দফায় রিমান্ডে গেলেন তিনি।
রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।
এদিন বেলা সাড়ে ৩টায় তাকে ঢাকা চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানায় নেওয়া হয়। বেলা ৩টা ৪০ মিনিটে তাকে এজলাসে তোলা হয়। প্রথমে ট্রাকচালক সুজন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষে পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান ও আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে শুনানি করেন। ইনুর আইনজীবী মহিবুর রহমান মিহির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম।
Leave a Reply