হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কমেছে দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি ২০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে, যা গতকালকে বিক্রি হয়েছিল ১১০ টাকায়। দেশের বাজারে সরবরাহ বেশি হওয়াতে কমছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমলেও ক্রেতাদের মাঝে কোনো প্রকার স্বস্তি ফেরেনি।
ক্রেতাদের অভিযোগ বাজার নিয়মিত মনিটরিং না করার কারণে ব্যবসায়ীরা নিজের ইচ্ছেমতো ১০ থেকে ২০ টাকা দাম কমিয়ে দিয়ে আবার পরের দিন কেজি প্রতি ৫০ টাকা দাম বাড়িয়ে দেয়। ফলে বিপাকে পড়তে হয় সাধারণ ক্রেতাদের। বুধবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আনোয়ার বলেন, সব জিনিস পত্রের দামই প্রায় বেশি। মসলার বাজারে আগুন লেগেছে। চাল, ডাল, তেল কোনো কিছুর দাম কমছে না। ১ হাজার টাকার বাজার করলে আগে ব্যাগ ভর্তি বাজার হতো। বর্তমানে অর্ধেক ব্যাগই ভরে না। বর্তমানে সংসার চালানোই কষ্টকর হয়ে পড়েছে।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব বলেন, কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে খুচরা বাজারে কমেছে দাম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা জয়পুরহাট, নওগাঁ, বিরামপুর, বগুড়া থেকে কাঁচা মরিচ পাইকারি এনে বিক্রি করছি।
Leave a Reply