অনলাইন ডেস্ক:
দেশের ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গেও।সম্প্রতি বিয়ে করেছেন তিনি। তারপর স্বল্প সময়ের জন্য হানিমুনে এবং শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করেছিলেন তিনি। দেশে ফিরে এসেই সুসংবাদ দিলেন সবাইকে।
এ বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল কলকাতায় ‘আরও এক পৃথিবী’ সিনেমাটি। সে সময়েই তিনি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব তার হাতে আছে।
এরই প্রেক্ষিতে ফারিণ জানালেন, কলকাতার আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিপ্লব গোস্বামীর পরিচালনায় ‘পাত্রী চাই’ এই শিরোনামের ছবিটির চিত্রনাট্যও তার নিজের। জানা যায়, আলো চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে।
তাসনিয়া ফারিণ বলেন, চিত্রনাট্য এতো সুন্দর যে একবার পড়ার পর আর দ্বিতীয়বার পড়তে হয়নি আমাকে। দারুণ একটি গল্প। প্রথমেই আমার খুব পছন্দ হয়ে যায়। এর ফলে আমি এক কথায় রাজি হয়ে যাই।
জানা গেছে, আগামী ৩০ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হবে সিনেমাটির। তবে একটানা নয়, মাঝে একটা বিরতি দিয়ে নভেম্বরে শেষ হবে এ সিনেমার শুটিং। এতে ফারিণের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অর্জন চক্রবর্তী। আরও আছেন সব্যসাচী চক্রবর্তী, মমতা শংকর প্রমুখ।
Leave a Reply