জয়পুরহাটে পৃথক মাদক মামলায় ৩জনের যাবজ্জীবন

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় ৩জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ আব্বাস উদ্দীন এ রায় দেন।

দ-প্রাপ্তরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার পূর্বপাড়া খোদ্দা গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহীন ওরফে মাহিন, একই উপজেলার দানেজপুর হারানপট্টির মৃত বাবু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ওরফে মিরু ও উত্তর গোপালপুর গ্রামের আজিজুলের ছেলে হারুনুর রশীদ। এদের মধ্যে শাহীন ও সিরাজুল পলাতক রয়েছেন। পলাতক দুইজনের গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচবিবি কলোনাী পাড়া পাঁকা সড়ক দিয়ে হেটে যাওয়া অবস্থায় শাহীন ওরফে মাহিনকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে আড়াই লিটার লুজ পলিথিনে রাখা খোলা ফেনসিডিল উদ্ধার করে।

অন্যদিকে ২০২২ সালের ৭ মার্চ গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি দানেজপুর এলাকায় সিরাজুল ইসলামের দেহ তল্লাশী করে ৬০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করে পুলিশ। এছাড়া ২০২১ সালের ২৫ অক্টোবর আটাপাড়া রেলগেট এলাকায় ২০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশনসহ হারুনুর রশীদকে গ্রেফতার করে পুলিশ।

পরে পৃথক মামলা দায়েরের পর আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme