অনলাইন ডেস্ক:
সাভারের আশুলিয়ায় একটি হাউজিং কোম্পানির ভিতরে নির্জন জঙ্গলে এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবক আরিফ খান জয়কে গ্রেফতার করেছে পুলিশ। রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে পলাশবাড়ি এলাকায় লেকমাঠ হাউজিংয়ের ভিতর বাসার পাশেই ধর্ষণের শিকার হন ওই কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার আরিফ খান জয় আশুলিয়ার জিরাবো ধনাইদ এলাকার শামশুল খানের ছেলে।
ভুক্তভোগী কিশোরীর ভাই জানান, হাউজিং কোম্পানির ভিতরে একটি প্লট দেখাশুনার জন্য মালিকের বাড়িতেই আমরা বসবাস করি। আমার মামা পাশাপাশি আরেকটি প্লটের মালিকের বাসায় পরিবার নিয়ে থাকেন ঘটনার দিন বিকেলে হাউজিংয়ের গেটের চাবি দিতে বোনকে মামার বাসায় পাঠায়। ফেরার পথে শাখা সড়ক থেকে কৌশলে তার মুখ চেপে ধরে পাশে গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত যুবক আরিফ। এ সময় আমার বোন চিৎকার করলেও নির্জন জঙ্গলের কারণে পালিয়ে যায় আরিফ। পরে আমার বোন বাসায় এসে ঘটনা বললে আরিফকে শনাক্ত করি আমরা। মাঝেমধ্যেই বখাটে ছেলেদের নিয়ে হাউজিংয়ের ভেতর আরিফ মাদকসেবন করতো।
আশুলিয়া থানার এসআই মিলন ফকির জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply