পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটে ট্রাক চাপায় আফতাব হোসেন (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুলু মিয়া আরও একজন। বুধবার দুপুরে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের দরগাপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আফতাব হোসেন পাঁচবিবি উপজেলার নওদা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, সোমবার দুপুর দেড়টার সময় আফতাব হোসেন স্থানীয় মসজিদে জহরের নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় জয়পুরহাটের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দরগাপাড়া মোড়ে তাকে চাপা দেয়। এতে আফতাব ঘটনাস্থলেই নিহত হন। সেসময় ট্রাকটি একটি সাইকেল মেকানিকের দোকানে ঢুকে পড়লে দোকানে থাকা সাইকেল মেকার দুলু মিয়া গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply