জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে মানষিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে (৪৮) যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। রাজধানী ঢাকার শনিরআখড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত লুৎফর সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের কাইমুদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২২ মে সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের ১৩ বছর বয়সী মানষিক প্রতিবন্ধী এক কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে লুৎফর রহমান। এঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ২৩ মে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ২০২৪ সালের ১০ জুলাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, ধর্ষণ মামলার আসামি লুৎফর জামিন নেওয়ার পর থেকে পলাতক ছিল। গত ১০ জুলাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এরপর থেকে তাকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। অবশেষে যৌথ অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে ঢাকার শনিরআখড়া থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply