বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ৫ জানুয়ারি থেকে। দুই মাস চলবে ভর্তি প্রক্রিয়া। ভর্তি ও অন্য ফিসহ আবেদনকারী শিক্ষার্থীকে ৪ হাজার ৬৯৫ টাকা জমা দিতে হবে।
ভর্তির যোগ্যতা:
#জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস/উত্তীর্ণ হতে হবে (ভর্তির তারিখ ৫/০১/২০২৫ থেকে ৫/৩/২০২৫ )।
#অথবা, যেসব শিক্ষার্থীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের সনদপত্র নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন, এক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম ১৪ বছর (৩১/১২/২০২৪ তারিখে)।
#এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এজন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, মানবণ্টন, তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাউবি’র ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে।
Leave a Reply