অনলাইন ডেস্ক:
কিছুদিন ধরে লক্ষ্য করছি মির্জা ফখরুল শুধু কাঁদছেন। কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন। অথচ ক্ষমতায় থাকতে কত বুক ভারি করেছেন। আরো কান্না আছে। কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলবেন, তবু আপনাদের ক্ষমা নাই। মঙ্গলবার এসব কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, মির্জা আব্বাস সাহেব যতই ক্ষমতার স্বপ্ন দেখেন বেলুন চুপসে যাবে। ধমক দেন নিষেধাজ্ঞার। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। ভয় দেখানোর এজেন্সি নিয়েছে মির্জা ফখরুল।
ফিলিস্তিনের জন্য তো ইসরাইলকে নিষেধাজ্ঞা দেয়া হয় না। সুদান, সোমালিয়ায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তো বন্ধ হয়নি। নিষেধাজ্ঞা কেউ শোনে না। জাতিসংঘকেও অবজ্ঞা করছে অনেক দেশ।
আওয়ামী লীগ কারো নিষেধাজ্ঞার পরোয়া করে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ পরোয়া করে সংবিধান। আমরা কোনো দেশের নিষেধাজ্ঞা মানবো না। নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার বাংলাদেশকে দমানো যাবে না। জোরদার খেলা হবে। লাল সবুজ পাতাকা হাতে শেখ হাসিনার নেতৃত্বে বিজয় মিছিল চলবে।
Leave a Reply