দিনাজপুরের চিরিরবন্দর ও ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৃথক পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।
পানিতে ডুবে মৃতরা হলো- চিরিরন্দর উপজেলার মাছুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেদি হাসান (১৪) ও ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ঘাটপাড়া গ্রামের আইনুল ইসলামের ছেলে হাসু মিয়া (১২)।
জানা গেছে, স্কুল ছুটি থাকায় মেহেদি হাসান বাড়ির পাশে পুকুরে এবং হাসু মিয়া বাড়ির পাশে ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে মারা যায়।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ও ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান পানিতে ডুবে দুই শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply