রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় তিউনিসিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এই টিএসপি সার আমদানি করতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫শ টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে তিউনিসিয়ার জিসিটি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২৫ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব উপস্থান করা হয়।
সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫শ টাকায় এই সার আমদানির অনুমোদন দিয়েছে। প্রতি টন টিএসপি সারের মূল্য ৫১৩ দশমিক ৭৫ মার্কিন ডলার।
জানা গেছে, বিএডিসি ২০০৮-২০০৯ অর্থবছর থেকে তিউনিসিয়া থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সার আমদানি করছে। ইতোমধ্যে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় ২৯ এপ্রিল পুনরায় চুক্তি নবায়ন করা হয়।
২০২৪-২০২৫ অর্থবছরে বিএডিসির মাধ্যমে টিএসপি সার আমদানির লক্ষ্যমাত্রা তিন লাখ ৩৭ হাজার টন। এর মধ্যে তিউনিসিয়ার জিসিটি থেকে ছয়টি লটে আমদানি করা হবে এক লাখ ৫০ হাজার টন।
Leave a Reply