অনলাইন ডেস্ক:
অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে।
সম্রাটের আইনজীবী শুনানি পেছানোর জন্য আবেদন করলে রবিবার ঢাকার পৃথক দুটি আদালত আগামী ৩১ জানুয়ারি দিন ধার্য করেন।
সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিকের আদালতে অস্ত্র এবং ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারে আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। পরে সম্রাট আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন এবং শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।
Leave a Reply