দলমতের ঊর্ধ্বে থেকে এসএসএফকে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

দলমতের ঊর্ধ্বে থেকে এসএসএফকে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

পুরনো ছবি

দলমতের ঊর্ধ্বে থেকে বিশেষ নিরাপত্তা বাহিনীকে (এসএসএফ) কাজ করতে হবে বলে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলীর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে। এর ফলে নিরাপত্তা হুমকির ধরনও দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা একটি চ্যালেঞ্জিং বিষয়। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, আশা করি, এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। সম্প্রতি এসএসএফ যমুনা ভবনের সাইবার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করেছে।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে এসএসএফকে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তি সৃষ্টি করে। আমি বাহিনীকে নির্দেশনা দিয়েছি-যতটা সম্ভব জনভোগান্তি এড়িয়ে দায়িত্ব পালন করতে হবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় এক ঘণ্টা অন্যান্য ফ্লাইট চলাচল বন্ধ থাকত, এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি হতো। আমি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছি। আশা করছি, এতে যাত্রীদের দুর্ভোগ কমবে।

জনবিচ্ছিন্ন না হয়ে, বরং জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে এসএসএফ তার দায়িত্ব সফলভাবে পালন করবে, বলেন অধ্যাপক ইউনূস।

তিনি আরও বলেন, এসএসএফ-এর প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জামাদির আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। বিশেষ করে গত বছরের ৫ আগস্ট বাহিনীর কিছু যান ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা দ্রুত সময়ের মধ্যেই কার্যকর করা হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, খুব শিগগিরই এসএসএফ তাদের ১২ বছরের পুরনো VHF রেডিও যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন করে সর্বাধুনিক UHF সিস্টেম সংযোজন করবে। এতে তাদের অভিযানিক সক্ষমতা আরও বাড়বে।

তিনি বলেন, বাহিনীর ইনডোর ফায়ারিং রেঞ্জ সম্পন্ন হয়েছে এবং আগামী মাস থেকে এটি চালু হবে। এ প্রকল্পের জন্য ভূমি বরাদ্দ ও অন্যান্য সহযোগিতার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme