তুরস্কে দাবানল ছড়িয়ে পড়ছে। তীব্র তাপপ্রবাহের কারণে দেশটির পশ্চিম উপকূলজুড়ে গত কয়েকদিন ধরে দাবানল ছড়িয়ে পড়ছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
উদ্ধারকারীরা ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। এদের বেশিরভাগই পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের বাসিন্দা।
বিবিসি জানিয়েছে, দমকলকর্মীরা শত শত দাবানল নেভানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিলেসিক, হাতায়, সাকারিয়া এবং মানিসা প্রদেশের কিছু অংশেও আগুন ছড়িয়ে পড়েছে।
বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি সোমবার জানিয়েছিলেন, গত তিন দিনে জরুরি সহায়তা দলগুলো দেশব্যাপী ২৬৩টি দাবানল নিয়ন্ত্রণের কাজ করেছে।
স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানিয়েছেন, আগুনে হতাহত ৪৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply