অনলাইন ডেস্ক:
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ ও কারিগরি ক্যাডারের মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। রাজধানীর শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
এতে আরও বলা হয়েছে, প্রতিদিন ১৮০ জনের ভাইভা নেবে পিএসসি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত- উভয় ক্যাডারের পদগুলোর জন্য ৪ হাজার ২৬৬ জন উত্তীর্ণ হয়েছেন। আর কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর জন্য ৫৪৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
লিখিত পরীক্ষায় ৪৩তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এসব প্রার্থীদের অনলাইন ফরম (বিপিএসসি ফরম-১), সনদ, কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার বোর্ড শুরু হওয়ার ৩০ মিনিট আগে জমা দিতে হবে।
Leave a Reply