সেলিম হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলা ও পৌর এলাকার ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের জেলা আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব কাজী শহিদুল ইসলাম, ইমাম কল্যাণ সমিতির সভাপতি মাওলানা জয়নাল আবেদীন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আবু ফাতাহসহ অনেকে।
ইমামগণ সভায় ধর্মীয় ও সামাজিক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। ফয়সল আলিম এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং ভবিষ্যতে বাস্তবায়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।
ফয়সল আলীম বলেন, বিএনপি ক্ষমতায় আসলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জীবন উন্নয়নের জন্য সব ধরনের ব্যবস্থা নিবে।
Leave a Reply