জয়পুরহাট প্রতিনিধি:
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন ।
শনিবার (১২ জুলাই) বিকেল ৬ টার দিকে শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের করা হয়। এরপর মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
পরে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, বোরহান উদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক হাসিবুল হক সানজিদ, দ্যা রেড জুলাই জেলা কমিটির আহবায়ক নিয়ামুর রহমান নিবিড়, ইসলামি আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান মাহমুদ, ইসলামি যুব আন্দোলনের সভাপতি নাজমুল কবির কবিরাজ ও সাধারণ সম্পাদক মাওলানা আবরারুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, ব্যবসায়ী সোহাগকে দিনেদুপুরে শতশত মানুষের সামনে নৃশংসভাবে হত্যা করা হলো। অথচ কেউ কোন প্রতিবাদ করেনি। এমন বর্বরতা নতুন বাংলাদেশে মেনে নেওয়া যায়না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা আগামীতেও চলতেই থাকবে। এজন্য দোষীদের দ্রুত ফাঁসি দিতে হবে।
Leave a Reply