সেলিম হোসেন, জয়পুরহাট
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার দুপুরে রামদেও বাজলা স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র ও সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বিএনপির জনপ্রিয়তায় কিছু মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। আগামীতে যদি এই গুপ্তচক্র জাতীয়তাবাদী শক্তির নামে মিথ্যা অপপ্রচার চালায়, তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করে তাহলে রাজপথে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।
Leave a Reply