জয়পুরহাট প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এনসিপির উপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ বলেছেন, গোপালগঞ্জ কি এখনও স্বাধীন হয়নি, কি মনে করেন আপনারা? আমাদের ভয় দেখাবেননা। গোপালগঞ্জ স্বাধীন করতে কয়েক ঘন্টাও লাগবেনা। এজন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। জুলাই যোদ্ধাদের উপর হামলাকারীদের নিস্তার নেই।
বৃহস্পতিবার সন্ধ্যার আগে জয়পুরহাটে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশিদ, শহর জামায়াতের আমীর আনোয়ার হোসেন ও সদর জামায়াতের আমীর ইমরান হোসেন।
Leave a Reply