জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পারফরম্যান্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২০ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০ জনসহ মোট ৪০ জন সেরা শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
Leave a Reply