খুলনায় মদ্যপানে অসুস্থ হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার রাতে একজন এবং শনিবার মধ্যরাতে আরেকজন মারা যান।
মৃতরা হলেন– ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের রবিউল গাজী (৩৭) ও রাসেল সরদার (৩৫)।
এর আগে খুলনা নগরে মদ্যপানে অসুস্থ হয়ে পাঁচজনের মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় শুক্র ও শনিবার মিলিয়ে মদ্যপানে সাতজনের মৃত্যু হলো।
ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, শুক্রবার রাতে রবিউল ও রাসেল থুকড়া বাজারে অ্যালকোহল জাতীয় কিছু পান করেন। পরে রাতেই রবিউলের অবস্থা খারাপ হলে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালেই শুক্রবার রাতে রবিউল মারা যান। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ দেওয়া হয়েছে। অন্যদিকে রাসেলও একই ধরনের পানীয় পানের পর শনিবার বিকেলে অসুস্থ হয়ে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের নথিতে ‘অজ্ঞাত বিষক্রিয়ায় মৃত্যু’ হয়েছে বলে উল্লেখ রয়েছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply