জয়পুরহাট প্রতিনিধিঃ
মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় জয়পুরহাটে শোক দিবস পালন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে শোক কর্মসূচি পালন করা হয়। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা, নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি ও জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ।
বক্তারা বলেন, এ দুর্ঘটনা জাতির জন্য দুঃখজনক ও হতাশার। তদন্ত সাপেক্ষে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।
Leave a Reply