শাকিব খানের নতুন সিনেমার সমালোচনার জবাব দিলেন পরিচালক ও প্রযোজক

শাকিব খানের নতুন সিনেমার সমালোচনার জবাব দিলেন পরিচালক ও প্রযোজক

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানকে নিয়ে আলোচনা চলতেই থাকে। এবার তাকে ঘিরে আলোচনায় এসেছে নতুন একটি সিনেমা। জুলাইয়ের শুরুতে আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটি পরিচালনায় রয়েছেন আবু হায়াত মাহমুদ। সিনেমার নাম ঘোষণা না হলেও শাকিব খানের চরিত্র নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় নেটদুনিয়ায়।

নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত হবে এই অ্যাকশনধর্মী সিনেমাটি। গুজব রটে, শাকিব খান এই সিনেমায় অভিনয় করছেন কুখ্যাত অপরাধী কালা জাহাঙ্গীরের চরিত্রে। অনেকেই প্রশ্ন তোলেন একজন খুনিকে সিনেমায় নায়ক বানানোর যুক্তি কী? শুরুতে এ নিয়ে নীরব থাকলেও অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা।  সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা বিষয়টি জানিয়েছেন।

শাকিবের আসন্ন সিনেমাটির পরিচালক ও প্রযোজক বুধবার (৩০ জুলাই) এক লিখিত বিবৃতিতে তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের আসন্ন সিনেমা নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। অনেকেই ধারণা করছেন, ছবিটি কালা জাহাঙ্গীরের জীবননির্ভর। কিন্তু এটি একেবারেই সঠিক নয়। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এমন কোনো দাবি কখনো করা হয়নি। আমরা স্পষ্ট করে জানাতে চাই, এই সিনেমাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে না।

বিবৃতিতে আরও জানানো হয়, এই সিনেমার গল্প গড়ে উঠেছে ৯০-এর দশকের ঢাকাকে ঘিরে। এতে থাকবে অপরাধ, প্রেম, অ্যাকশন, আবেগ এবং পারিবারিক গল্পের সমন্বয়। আমরা সিনেমাটি ‘লার্জার দ্যান লাইফ’ প্রেক্ষাপটে নির্মাণ করতে চাইছি, যেন গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শক এটি উপভোগ করতে পারেন। তাই দর্শকদের অনুরোধ করবো—অফিশিয়াল তথ্য ছাড়া অন্য কোনো বক্তব্যে বিভ্রান্ত হবেন না।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পরিচালক ও প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়, দেশ ও বিদেশে একাধিক টিম নিয়ে আমরা সিনেমার প্রস্তুতি নিচ্ছি। আগস্ট মাসে সিনেমার নাম ঘোষণা করা হবে, তখন আরও কিছু চমকও থাকছে। শাকিব খানকে নিয়ে আমরা যে যাত্রা শুরু করেছি, তাতে শুরু থেকেই দর্শকদের ভালোবাসা ও বিশ্বাস পেয়েছি। আমরা প্রত্যাশা করি, এই সিনেমা মুক্তির পরেও সেই ভালোবাসা অব্যাহত থাকবে।

এই বিবৃতির মাধ্যমে নির্মাতারা সিনেমাটি নিয়ে চলমান জল্পনার একটি স্পষ্ট ব্যাখ্যা দিলেন এবং ভক্তদের আরও উত্তেজনার জন্য অপেক্ষায় রাখলেন আগামীর ঘোষণার দিকে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme