নারী ফুটবলার ঋতু পর্ণা চাকমাকে বাড়ি করে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারী ফুটবলার ঋতু পর্ণা চাকমার বাড়ি করে দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৯ আগস্ট) বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।
দুইবারের সাফ চ্যাম্পিয়ন এই মিডফিল্ডারের রাঙামাটির বাড়িটি বর্তমানে বাঁশের বেড়া দিয়ে তৈরি করা সাধারণ ঘর। সাফ জয় উপলক্ষে স্থানীয় প্রশাসন তাকে বাড়ি করার জন্য জমি দেন। কিন্তু জমি পেলেও অজানা কারণে সেখানে বাড়ি নির্মাণ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন ঋতুপর্ণা।
নারী ফুটবলারের এই আক্ষেপ দূর করতেই এবার এগিয়ে এলো বিসিবি। তবে কবে নাগাদ এই বাড়ি নির্মাণ কাজ শুরু হবে তা এখনও নির্ধারিত হয়নি। তবে বিসিবি আশ্বাস দিয়েছে, খুব শিগগিরই বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।
নারী ফুটবলারদের সাফল্যের পর পুরস্কৃত করা, বিদেশ সফরে সহায়তা করা— এসব ক্ষেত্রে এর আগেও বিসিবি পাশে ছিল। এবার একই ধারাবাহিকতায় তারা ঋতুপর্ণার পরিবারের পাশে দাঁড়ালো ক্রিকেট বোর্ড।
Leave a Reply