নেইমার-ভিনি-রদ্রিগোকে ছাড়া দল ঘোষণার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

নেইমার-ভিনি-রদ্রিগোকে ছাড়া দল ঘোষণার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল আগামী ৫ সেপ্টেম্বর চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে। ম্যাচ দুটি যথাক্রমে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা ও সাড়ে পাঁচটায় শুরু হবে। ওই দুই ম্যাচের জন্য চমকে ভরা দল ঘোষণা করেছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

দলে নেই রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস এবং এদার মিলিতাও। শেষ মুহূর্তে ইনজুরিতে পড়ায় এবারও ডাক মেলেনি নেইমার জুনিয়রের। প্রথমবার ডাক পেয়েছেন মোনাকোয় খেলা লেফট ব্যাক কায়ো হেনরিক।

অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের ক্লাবে ফেরা স্যামুয়েল লিনো জায়গা পেয়েছেন। জেনিথে খেলা ডগলাস সান্তোসকে দলে নিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। বাদ দিয়েছেন ডিফেন্ডার মুরিলো এবং বেরালদোকে। লুকাস পাকুয়েতা ফিরেছেন জাতীয় দলে। বাদ দেওয়া হয়েছে মিডফিল্ডে নজরকাড়া জেরসনকে।

আনচেলত্তির দলের বড় চমক সম্ভবত ব্রাজিলের তরুণ স্ট্রাইকার কায়ো জর্জের অন্তর্ভূক্তি। ক্রুজেইরোতে দারুণ ছন্দে আছেন তিনি। জেনিথে যাওয়া লুইস হেনরিকেও আছেন ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করা এই কোচের দলে।

নেইমারকে দলে না নেওয়ার ব্যাখ্যায় আনচেলত্তি বলেছেন, ‘আমার দ্বিতীয় দল ঘোষণায় কিছু নতুন খেলোয়াড় জায়গা পেয়েছে। নেইমারকে পরীক্ষা করার কিছু নেই। সবাই তাকে চেনে-জানে। তার কেবল বিশ্বকাপে দলকে সহায়তা করতে শারীরিকভাবে ফিট হওয়া দরকার।’

রদ্রিগোকে দলে না নেওয়ার কারণ জানানো হয়েছে কিনা এমন প্রশ্নে ডন কার্লো বলেন, ‘আমার কাউকে ব্যাখ্যা করতে হয় না। তারা জাতীয় দলের খেলার প্রধানতম শর্তটা কী তা জানে। এখানে খেলতে হলে শতভাগ ফিট হতে হবে। সে অনেকদিন পর একটা ম্যাচ খেলেছে। হ্যাঁ, তাদের যদি ব্যাখ্যার দরকার পড়ে আমাকে সরাসরি কল করতে পারে। রদ্রিগোর কাছে আমার ফোন নাম্বার আছে।’

ভিনিসিয়াসকে দলে না নেওয়ার ব্যাখ্যা ব্রাজিলের সংবাদ মাধ্যম আগেই দিয়েছে। তিনি চিলির বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার জন্য খেলতে পারবেন না। এক ম্যাচের জন্য ভিনিকে ভ্রমণ ক্লান্তি না দিয়ে বিশ্রাম দেওয়া ভালো সিদ্ধান্ত মনে করেছেন ব্রাজিলের কোচ। দীর্ঘ ইনজুরি থেকে ফেরায় এদার মিলিতাওকে বিশ্রাম দিতে চেয়েছেন তিনি।

বেটিংয়ে যুক্ত থাকার অভিযোগ থেকে মুক্তি পাওয়া মিডফিল্ডার পাকুয়েতাকে দলে ফেরানোর ব্যাখ্যায় আনচেলত্তি বলেছেন, ‘তাকে কাছ থেকে দেখতে চাই, আরও ভালো করে বুঝতে চাই।’ এছাড়া আগুয়েস্তো, আন্দ্রিয়েস পেরেইরা, দানিলোদের বাদ দেওয়ার বিষয়ে কোচ জানিয়েছেন, তাদের দক্ষতা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। এবার নতুনদের সম্পর্কে ধারণা নিতে চান। বিশ্বকাপের আগে ৫০-৫৫ জন ফুটবলারকে দেখে রাখার পরিকল্পনা নিয়েছেন তিনি।

ব্রাজিলের দল: গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সৌজা (করিস্থিয়ান)।

ডিফেন্ডার: অ্যালেক্সসান্দ্রো রিবেইরো (লিলি), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), কায়ো হেনরিক (মোনাকো), ডগলাস সান্তোস (জেনিথ), ফ্যাবরিসিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), মার্কুইনোস (পিএসজি), ভ্যান্ডারসন (মোনাকো), ওয়েলসলি (রোমা)।

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়েলিংটন (নিউক্যাসল, ইনজুরি), লুকাস পাকুয়েতা (ওয়েস্টহ্যাম)।

ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়াম (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কায়ো জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিথ), ম্যাথিউস কুনিয়া (ম্যানইউ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme