নেত্রকোণার সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপি’র কাউন্সিলর থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহন মেম্বারের লোকজন। সেখানে চারজনকে আহত করলে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যায়।
এদিকে, রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেক মৃত্যুর খবর পাওয়া গেছে।
Leave a Reply