জয়পুরহাট প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা এলাকার প্রায় দেড় হাজার হিন্দু পরিবারের মাঝে পুজা সামগ্রী উপহার দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে উপহার হিসেবে শাড়ি, নারকেল ও চিনি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল রায়, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি পরমেশ্বর মাহাতো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু ও সাবেক সদস্য সচিব আবুল হোসেনসহ অন্যান্যরা।
পূজার আগে এমন আয়োজনে খুশি হিন্দু সম্প্রদায়ের এসব মানুষ। আর এ ধরনের সহযোগিতা সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল ।
Leave a Reply