রায়হান আলম, নওগাঁ প্রতিনিধি:
অনলাইন পাইকারি বাজার চালুর লক্ষ্যে নওগাঁয় (EkkBazz) নামে একটি অনলাইন প্লাটফর্ম এর উদ্বোধন করা হয়েছে।
শহরের মুক্তির মোড় মামুন ফুড ভিলেজ রেস্টুরেন্টে পৌর এলাকার খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে উদ্বোধন করেন একবাজের ব্যবস্থাপনা পরিচালক জোবাইদা সুলতানা এবং জেনারেল ম্যানেজার তৌফিক আহমেদ।
অনুষ্ঠানে প্লাটফর্মটির সাথে সংশ্লিষ্টরা ব্যবসায়ীদের নিয়ে ফিতা এবং কেক কেটে নওগাঁয় একবাজ এর উদ্ভোধন করেন।
এসময় একবাজের ব্যবস্থাপনা পরিচালক জোবাইদা সুলতানা বলেন – বর্তমান সময়ে সকল গ্রাহক স্মার্ট জীবন যাপনে অভ্যস্ত। এই স্মার্ট জীবনে একবাজ গ্রাহকদের সেবা প্রদান করে জীবনকে আরও সুবিধামন্ডিত করবে।
ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি বলেন – একবাজ আপ এর মাধ্যমে খুব সহজে যেকোন পুন্য পাইকারি হিসেবে ব্যবসায়ীরা অর্ডার করতে পারবেন। এতে করে ব্যবসায়ী তার পুন্যটি খুব সহজে সংগ্রহ করে তা বিক্রি করতে পারবে। এতে করে পুন্য পরিবহনের বাড়তি খরচ এর হাত থেকে রক্ষা করবে।
তিনি জানান- সময়ে সাথে তাল মিলিয়ে সকলকে এগিয়ে যেতে হবে। আর একবাজ হবে দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর মাধ্যম। আর একসময় একবাজ তার কর্মে সারা পৃথিবীতে সাড়া ফেলবে বলে তিনি আসা করেন।
অনুষ্ঠানে একবাজ নওগাঁ এরিয়া ম্যানেজার শুভ কুমার সাহা, মেঘনা গ্রুপ ডিলার নওগাঁ সাদিক হোসেন সহ জেলা, উপজেলা ও পৌর খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply