আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এতে বাসটিতে থাকা নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। রবিবার ভোরে পাঞ্জাবের পিন্ডি ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ সড়কে এ ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা জানান, বাসটিতে ৩৫-৪০ যাত্রী ছিলেন। এটি করাচি থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিল।
স্থানীয় মেডিকেল সুপার বলেন, আহত ব্যক্তিদের পিন্ডি ভাট্টিয়ান এবং ফয়সালাবাদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা ফাহাদ বলেন, ভোর চারটায় পিন্ডি ভাট্টিয়ান ইন্টারচেঞ্জের কাছে ঘটনাটি ঘটেছে। ডিজেল ড্রামবাহী পিকআপ ভ্যানটির সঙ্গে ধাক্কা লাগার পরপরই বাসটিতে আগুন ধরে যায়।
ঘটনাস্থলের কাছে উপস্থিত থাকা মানুষেরা বাসটির জানালা ভেঙে যাত্রীদের বের করে আনেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।পাকিস্তানে মাঝেমধ্যেই এমন বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত জুলাইয়ে পাঞ্জাবের রাজনপুর জেলার ফাজিলপুর এলাকায় বাস উল্টে ৫ জন নিহত এবং ২০ জন আহত হন।
Leave a Reply