জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের ধানক্ষেত থেকে তবিবর রহমান নামে এক অটো ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১২টায় তার মরদেহটি মর্গে পাঠায় পুলিশ।
মৃত তবিবর রহমান ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের তালুকদার পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, তবিবর শনিবার সন্ধ্যায় তার অটোভ্যানটিকে চার্জে দিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। সারারাত তিনি বাড়ি ফিরেননি। এরপর রোববার সকালে শিবপুর গ্রামের ধানক্ষেতে কাজ করতে গিয়ে এক কৃষক তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
Leave a Reply