তুলশীগঙ্গা ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন- সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদা মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশারচালক সোহেল মিয়া (২৭), একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮), পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আছকর মিয়া (৬০) ও কিশোরগঞ্জ জেলার ইটনা থানার মির্জাপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে উজ্জ্বল।
জানা গেছে, সোমবার দুপুরে আশুগঞ্জে থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বিশ্বরোডে আসার পথে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়ায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই সিএনজিচালিত অটোরিশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষসহ এক শিশু মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এর মধ্যে আহত একজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান।
Leave a Reply