জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের শিমুলতলী এলাকায় বাস ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফিজুল ইসলাম (৩৫) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাব্বী নামে ৮ বছরের এক শিশু আহত হয়েছে। তাকে পাঁচবিবি মহিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ভ্যান চালক হাফিজুল ইসলাম পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের সাত্তার হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন জানান, ভ্যান চালক হাফিজুল ইসলামের স্ত্রী জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি ছিলেন। দুপুরে তিনি স্ত্রীকে হাসপাতালে দেখে বাড়িতে ফিরছিলেন। পথে সদর উপজেলার শিমুলতলী এলাকায় হিলি থেকে জয়পুরহাট গামী দ্রুতগতির একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে এতে ঘটনাস্থলেই হাফিজুল ইসলাম মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক লিটন ও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
Leave a Reply