নিউজ ডেস্ক:
জনগণের জানমাল ও দেশের শান্তি রক্ষার দায়িত্বে সরকার সচেতন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচন পেছানোর সুযোগ আছে কিনা– এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ব্যাপারটি নির্বাচন কমিশন বলতে পারবে। আমি কোনো মন্তব্য করব না। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এখানে অনেক মত থাকতে পারে। ভিন্নমতের লোকেরা কথা বলতে পারেন। ভিন্ন মতের অধিকারের বিষয়ে আমাদের কিছু করার আছে বলে মনে হয় না।
Leave a Reply