নিউজ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আট কেজি স্বর্ণের বারসহ গ্রেপ্তার বিমান কর্মকর্তা শফিকুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মোজাফফর আলী রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার ইন্সপেক্টর খোরশেদ আলম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শফিকুল ইসলামের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
২০ আগস্ট রাত ১০টায় বিমানবন্দরের হ্যাংগারের সামনে থেকে তাকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তার কোমরে লুকানো অবস্থায় ৬৮টি গোল্ডবার পাওয়া যায়, যার ওজন সাত কেজি ৮৮৮ গ্রাম।
Leave a Reply