নিউজ ডেস্ক
খুলনায় বাড়িতে ঢুকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
গত সোমবার রাতে নগরীর কৈয়া বাজার সংলগ্ন গোলা গ্রামের একটি বাড়িতে ঢুকে সংখ্যালঘু সম্প্রদায়ের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটে।
ওসি মনিরুল ইসলাম জানান, সংঘবদ্ধ ধর্ষণ ও লুটের ঘটনায় গতকাল বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে হরিণটানা থানায় মামলা করেন। যার প্রেক্ষিতে ডুমুরিয়া উপজেলার গোবিন্দ ফৌজদার (৩০), ধীমান ফোজদার (৩৫) এবং পার্শ্ববর্তী বটিয়াঘাটা উপজেলার মিঠুন বিশ্বাস (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে। আরেকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply