অনলাইন ডেস্ক
চলতি সপ্তাহে ৪৩তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে পদসংখ্যাও। সোমবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, আমরা খুব দ্রুততার সঙ্গে ফল প্রকাশের চেষ্টা করছি।
পদের সংখ্যা বাড়ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে আমি বলতে পারছি না।
তবে পিএসসির একটি সূত্র জানিয়েছে, ক্যাডারে ৪০০টির মতো পদ বাড়ানো হতে পারে। তবে নন-ক্যাডারে কোনো পদ বাড়ছে না।
২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।
Leave a Reply