সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুরে বেড়েছে শীতের তীব্রতা। এ সময়ে মৌ-খামারীরা শত শত বাক্সে করে মৌমাছির জন্য ঘর তৈরী করে থাকেন। বিশেষ করে সরিষা ফুল. লিচর মুকুলু, আমের মুকল, কালজিরা, সজনেফুল ও মিষ্টিলাউয়ের ফুল থেকে মৌ মাছিদের দ্বারা মধু সংগ্রহ করে থাকেন।
চলতি মৌসুমে মধু সংগ্রহের পরিমান অনেকটা কমে গেছে। এর কারণ বের করতে পারেন নাই খামারী বা কৃষি বিভাগ।
এমনটাই জানিয়েছেন আক্কেলপুর পৌর সদরের হাস্তা বসন্তপুর গ্রামের মৌ চাষি আনোয়ার হোসেন। তিনি জানিয়েছেন, গত মৌসুমে আমি একই স্থানে মৌ মাছির বাক্স সেট করি সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহের লক্ষে। মধু সংগ্রহ করতে পেরেছিলাম প্রায় দেড় মেট্রিক টন। চলতি মৌসুমের একই সময় একই স্থান থেকে প্রায় সাড়ে তিন মন থেকে চারমন পরিমান মধু সংগ্রহ করতে পেরেছেন এ পর্যন্ত।
তিনি আরো জানিয়েছেন, চলতি মৌসুমে সরিষার চাষ ও বেড়েছে। অথচ চলমান তীব্র শীতে মৌ মাছিরা বাক্স থেকে বের হয়ে সরিয়া ফুলে মধু সংগ্রহে যাচ্ছে না। অনেক মাছি অসুস্থ্য হয়ে মরে যেতে শুরু করেছে। গত এক সপ্তাহ থেকে আশানুরুপ মধু সংগ্রহ করতে পারিনাই। প্রায় শতাধিক মৌ বাক্স থেকে এ পর্যন্ত প্রায় ১২০ থেকে ১৬০ কেজি মধু সংগ্রহ করতে পেরেছি। এ অবস্থা থাকলে এবার অনেক লোকশানে পড়বেন বলেও তিনি মনে করছেন।
Leave a Reply