নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে টহলে থাকা একটি পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। রবিবার বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেকবলেন, গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার তদন্ত ওসি আবু সাঈদ বলেন, পুলিশের গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কায় তিনজন পুলিশ নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply