জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ববালিঘাটা এলাকা থেকে কিশোর গ্যাং লিডার আরিফুরসহ ৬ কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আরিফুর রহমান টিটু, টুটুল মিয়া, জনি রায়, কাওসার মন্ডল, উজ্জল রায় ও নাজমুল হাসান। তাদের সবার বাড়ি পাঁচবিবি উপজেলার বালিঘাটা এলাকায়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, বেশ কিছু দিন থেকে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।
তিনি আরও জানান, পাঁচবিবি উপজেলার পূর্ববালিঘাটা এলাকায় এমন একটি কিশোর গ্যাং রয়েছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply